আমার সাথে বাল্যশিক্ষা
আমার সাথে ধারাপাত
সাথে ছিলো রিতা পিসি
মণিসোনা, আরাফাত।
শেওলি গানে বিয়ের আসর
মালকা বানুর মধুর শান
মাইকে বাজতো গ্রামোফোনের
শ্যাম শেফালীর দ্বৈত গান।
রাত, দুপুরে বাঁশির সুরে
নদীর পাড়ে বসিয়া
‘হালদাফাডা’ গান ধরিতো
মন কাড়িতে রসিয়া।
গোয়াল ভরা দুধেল গাভী
সারা বছর ধানের চাষ
মৌলি করা ঘাট আর নাপিত
আড়ি ধানে বারোমাস।
বছর পরে বসলে মেলা
বাদাম ভাজা বুট খেতাম
বায়োস্কোপের বয়ান শোনে
মনে বড়ই সুখ পেতাম।
সুখ পেতাম : প্রকাশ বড়ুয়া
Be First to Comment