আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের কাজ হলো মানুষের কানে বিষ ঢুকিয়ে দেওয়া |
ভাল একজন লোকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা।ভাল সম্পর্ক কে বিষিয়ে তোলা এবং সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া। এদের কাজই হলো অন্যের ক্ষতি করা। নিজে কিছু করবে না কিন্তু অন্যেকে নিয়ে সমোচলোনা বা ষড়যন্ত্র করবেই|
বন্ধু-বান্ধব থেকে শুরু করে রাজনীতি, চাকরি, ব্যবসায়ী, অফিস, আদালত এমনকি পাড়া,মহল্লায় ও চলে |
এই লোকগুলা বিষাক্ত সাপের বিষ থেকে ও ভয়ংকর হয়, এদের থেকে যতোটা’ই দূরত্ব বজায় রাখবেন ঠিক ততোটাই ভালো থাকবেন |
ফেইসবুক থেকে সংগৃহিত
Be First to Comment