Press "Enter" to skip to content

বিয়ে করলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

তরুণ প্রজন্মের দুই সেলিব্রিটি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে।

আয়মান সাদিকের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে। দীর্ঘদিন সম্পর্কে থাকা এ জুটি বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তাই বজায় রাখতে চেয়েছেন।
May be an image of 2 people, henna and wedding

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করে আয়মান সাদিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত’

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। তাদের বিয়ের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভক্তরা তাদেরকে শুভেচ্ছা-শুভকামনা জানিয়েছেন।’

আয়মান সাদিক ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের বৃহত্তম অনলাইন লার্নিং প্ল্যাটফরম। মুনজেরিন শহীদ প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ও ইংরেজি প্রশিক্ষক হিসাবে কাজ করছেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COPYRIGHT © 2018 | BARUA GROUP