Press "Enter" to skip to content

ডিপজল ভাই শুধু আমাকে নয়, মিশা ভাইকেও গরু উপহার দিয়েছেন: শিলা

গত শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। ছবিটি নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও মুক্তির আগের দিন সংবাদ সম্মেলনে ছবির এক নায়িকা শিরিন শিলার একটি বক্তব্য ঘিরে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। অন্যদিকে মুক্তির দুই দিন হয়ে গেল, কোনো শিল্পীকে সিনেমা হলে ছবির প্রচার-প্রচারণায় দেখা যায়নি।
এ ব্যাপারে শিরিন শিলা বলেন, ‘মুক্তির প্রথম দিনই যাওয়ার কথা ছিল। ছবির নায়ক ডিপজল ভাই যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছিলেন। রেডিও হয়েছিলাম। কিন্তু পরে তিনি আর যাননি। আমি আর একা যাব কীভাবে, আমার নিরাপত্তা দেবে কে? এ জন্য ঘরে বসেই ছবির খবরাখবর নিচ্ছি।’

ঘরে বসে দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? এই অভিনেত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই রিভিউ পাচ্ছি ছবির। ভিডিও ফুটেজে দেখলাম, দর্শকেরা ভালো বলছেন। রিকচালক, পোশাকশ্রমিকদের একটা বড় অংশ ডিপজল ভাইয়ের অভিনয়ের খুব ভক্ত। তাঁরা ছবিটি দেখছেন। অভিনয়ের পাশাপাশি ছবিতে “গিট্টু লাগা” শিরোনামে আমার আইটেম গানটিও দর্শক বেশ উপভোগ করছেন। ২০১৪ সালে শাকিব খানের “হিটম্যান” ছবিতে “দেখ না ও রসিয়া” আলোচিত শেষ আইটেম গান করেছিলাম। প্রায় ১০ বছর পর গানটি করলাম।’

ডিপজলের বিপরীতে শিরিন শিলার প্রথম কাজ এটি। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে নিজের ভালো লাগা কতটুকু—এ ব্যাপারে শিলা বলেন, ‘ভালো লাগা কতটুকু, সেটা বড় কথা নয়। ডিপজল ভাই ছবিটিতে কাজের জন্য যখন আমাকে প্রস্তাব দেন, তখন আমি একজন অভিনেতার বিপরীতে কাজ করব, সেটা ভেবেই কাজটি করেছি। ডিপজল ভাই বাংলাদেশের সিনেমায় একশ্রেণির দর্শকের কাছে তুমুল জনপ্রিয়।’

ডিপজল ও শিরিন শিলা
ডিপজল ও শিরিন শিলা : সংগৃহীত

অনেকে তো আবার ডিপজলের সঙ্গে কাজের ব্যাপারে একটু ভিন্নভাবে দেখেন, সেটাকে কি বলবেন—এমন প্রশ্নে শিলা বলেন, ‘এর আগে মৌসুমী, পূর্ণিমা, রেসিদের মতো বড় বড় তারকা তো তাঁর বিপরীতে কাজ করেছেন। তাঁরা যখন করেছেন, আমরা তো অনেক পরের, করতেই পারি। দেখুন, ডিপজল ভাইকে দর্শকেরা ভালোবাসেন; কিন্তু আমরা সিনেমার মানুষ, নিজেদের নিজেরাই পচাই। বিষয়টি খুবই নোংরা, অস্বস্তিকর।’

ছবি মুক্তির আগের দিন এক অনুষ্ঠানে আপনি বলেছিলেন, ‘ডিপজল ভাই আমাকে গরু উপহার দিয়েছেন।’

শিরিন শিলা ও ডিপজল
শিরিন শিলা ও ডিপজল : সংগৃহীত

বক্তব্যটির ফুটেজ ধরে ধরে ওয়েব পোর্টাল থেকে শুরু করে ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে ট্রল হচ্ছে। খারাপ লাগছে না? ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘খারাপ লাগছে না। কারণ, এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। একশ্রেণির মানুষ অনুষ্ঠানে গিয়ে এ সবই খুঁজে বেড়ান। এ ধরনের ফুটেজ তাঁদের কাছে মহামূল্যবান। পেলেই ছড়িয়ে দেন। তবে খারাপ লাগছে এই ভেবে, অনুষ্ঠানটি ছিল সিনেমার। তার খবর না দিয়ে ওই একটি বক্তব্য পুঁজি করে কনটেন্ট বানানো হচ্ছে। সেটি প্রচার করে চ্যানেলে, পেজে লাইক, মন্তব্য, রিচ বাড়ানোর ধান্দা।’

গরু উপহারের বিষয়টি নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘এই ছবির শুটিং চলছিল সাভারের  ডিপজল ভাইয়ের ফার্ম হাউস এলাকায়। আর ডিপজল ভাই বড় কলিজার মানুষ। জায়েদ খানসহ অনেক শিল্পীকেই নানা সময়ে নানা ধরনের উপহার দেন তিনি। ওই দিন আমাকে একা গরু উপহার দেননি, মিশা ভাইকেও দিয়েছেন।’

শুক্রবার লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ঘর ভাঙ্গা সংসার’ ছবির
ছবি : সংগৃহীত
শুক্রবার লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ঘর ভাঙ্গা সংসার

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COPYRIGHT © 2018 | BARUA GROUP