সব সম্পর্ক পূর্ণতা পায় না। সব ভালবাসার মানুষ দিনশেষে ভরসার কাঁধ খুঁজে পায়না। সময়ের পরিবর্তনে প্রিয় মানুষটার প্রিয় চেনা গন্ধটাও ফিকে হয়ে যায়। প্রিয় মানুষটার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ফ্রেমে বন্দী ছবির মতো স্মৃতির ভান্ডারে পরিণত হয়।দোষ ত্রুটিহীন নিখুঁত কোন মানুষ আছে বলে আমার জানা নেই! চলার পথে অনেকের-ই তো ভুল হয়ে যায়।
ভুলগুলোকে আঁকড়ে ধরে কষ্টই তো বাড়ে। ভুলগুলোকে শুধরে আমিও চেয়েছিলাম সমঝোতায় এসে মানিয়ে নিতে, আমিও চেয়েছিলাম ভালোবাসা কে সম্মান করে সম্পর্কটাকে বাঁচাতে।কিন্তু পারলাম না! কেউ এমনিতে তো ছেড়ে যায় না। মনের ক্যানভাসে প্রিয় চেনা মুখ টা কেউ এমনিতে তো মুছে দেয়না। অবহেলায় অপমানে অবজ্ঞায় হারিয়ে যায় অসীম ভালোবাসা। প্রতি নিঃশ্বাসে তার অপমান আর অবহেলায় সহ্য শক্তি হারিয়ে হেরে যাওয়া সৈনিকের মতো আমিও হেরে গেলাম।
ভগবান বলেছিলেন তাঁকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে গুন ভুলে যায়।তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি মনে রেখেছি নিখুঁতভাবে। তুমি ভুলে গেছো ভালোবাসার জরানো স্মৃতি গুলো। আঁকড়ে ধরেছো আমার ভুলগুলো যা ভালোবাসাকে ঘৃণায় পরিণত করেছে।ভালোবাসার মানুষটাকে না পেয়ে শূন্য হৃদয়ের সৃষ্ট ক্ষতের গভীরতা কতটা প্রখর তা হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো না। তবে মানিয়ে নিতে নিত্তে আত্মসম্মান হারিয়ে আমি আর বাঁচতে পারব না।
চেয়েছিলাম ভালোবেসে পাশে থাকতে অথচ তুমি আজ স্মৃতি হয়ে রয়ে গেলে। নিজেকে আজ বড় হেরে যাওয়া মানুষ মনে হয়!মনে হয় চাইলেই তো পারতাম ভুলগুলোকে শুধরে নিতে। তবে সম্পর্ক কখনো একজনের চেষ্টায় টিকে না। দুজন কি মেনে নিতে হয়, বুঝতে হয়। আচ্ছা! আমি তোমাকে যতটা ভালোবাসেছি ততটা কেউ তোমাকে ভালোবেসেছে বলো?তুমি কি জানো কতবার আমি তোমায় স্মরণ করি? ততবার হয়তো তুমি নিঃশ্বাসও নাও না ।তোমার সূক্ষ্ম আঘাতে ভেঙে যাওয়া আয়নার মত আমার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে গেলো।
ভেঙে গেলো ভালবাসায় জড়ানো একটা সম্পর্ক। চিতার দহনে পুড়ে পুড়ে হলাম আমি ছাই। তোমাকে হারিয়ে শুণ্য হৃদয় জমিয়েছে গোপন শোখ! পরাজয়ের গ্লানি তোমাকে না ছুঁক। জয় তোমারই হোক।
সংগৃহিত : ফেসবুক থেকে
লেখিকা : পারভীন ইসলাম
Be First to Comment